Site icon Jamuna Television

আবার নৌকাডুবি, ৮ রোহিঙ্গার লাশ উদ্ধার

টেকনাফের শাহপরীর দ্বীপে আবারও রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতের এ দুর্ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ৮ জনের মৃতদেহ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, জীবিত উদ্ধার করা হয়েছে ২১ জনকে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ অভিযান চালাচ্ছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, নৌকায় ৬০ থেকে ৬৫ জন ছিলো। মিয়ানমারে সেনাবাহিনীর হত্যাযজ্ঞ শুরুর পর বাংলাদেশে ঢুকতে গিয়ে দুইশতাধিক রোহিঙ্গা বিভিন্ন স্থানে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন।

Exit mobile version