Site icon Jamuna Television

ইসরায়েলের কাছে ৮শ’ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের কাছে ৮শ’ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কাছে ৮শ’ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে অবহিত করেছে বাইডেন প্রশাসন। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমানের গোলাবারুদ এবং হামলায় ব্যবহৃত হেলিকপ্টার।

এই প্রস্তাব কংগ্রেসের উভয়কক্ষ- প্রতিনিধি পরিষদ ও সিনেট কমিটি থেকে অনুমোদিত হতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের অধীনে নিজের নাগরিকদের সুরক্ষা দেয়ার অধিকার আছে। ইরানের আগ্রাসনে বাধা দেয়া এবং প্রক্সি সংগঠনগুলোর বিরুদ্ধে বাধা দেয়ার অধিকার আছে। এই প্যাকেজে যেসব অস্ত্রের কথা বলা হয়েছে তার মধ্যে আছে ছোট ব্যাসার্ধের বোমা এবং ওয়ারহেড।

/এআই

Exit mobile version