Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় ২৪ নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যা

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ২৪ নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যা করেছে বিদ্রোহীরা। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ খবর জানায়। রোববার রাতের ওই হামলায় প্রাণ গেছে এক সেনা সদস্যদেরও।

কর্তৃপক্ষ জানায়, পাপুয়া প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে মহাসড়ক নির্মাণের কাজ চলার সময় হামলা চালায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী, ফ্রি পাপুয়া মুভমেন্টের সদস্যরা। এরপরই ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

পাহাড়ি এলাকা এবং দুর্গম অঞ্চল হওয়ায় অভিযান শুরু করতে দেরি হয়। স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে সশস্ত্র আন্দোলন চলছে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে।

Exit mobile version