Site icon Jamuna Television

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে ‘হেইট থ্রু’ কর্মসূচি পালন

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘হেইট থ্রু’ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৪ ডিসেম্বর) স্টুডেন্টস রাইটস ওয়াচের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা হেইট থ্রু কর্মসূচির আয়োজন করে ।

এক বছর আগেও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যেতো আলোকসজ্জা। শোনা যেতো দলীয় স্লোগান। তবে এবার রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত হলো সম্পূর্ণ ভিন্নধর্মী এই আয়োজন।

এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি’সহ সংগঠনটির নেতাকর্মীদের ছবিতে জুতা ছুঁড়ে মারে শিক্ষার্থীরা। পরপর ৩ বার সফল হলে পুরস্কার হিসেবে দেয়া হয় কোমল পানীয়।

এরপর, শেখ হাসিনা, সাদ্দাম’সহ কেন্দ্রীয় নেতাদের ছবি এবং গণরুম, ফ্যাসিবাদ ও দাসপ্রথা সম্বলিত প্ল্যাকার্ড পুড়িয়ে ফেলা হয়। এর মাধ্যমে ছাত্র সংগঠন দ্বারা নির্যাতন প্রথার কবর রচিত হলো বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা।

পরে, এই কর্মসূচি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনে ঘাপটি মেরে আছে। নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সদা সতর্ক থাকার ঘোষণাও দেন তারা। পরে টিএসসি’তে শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ জুতা ছুঁড়ে মারে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।

/এএস

Exit mobile version