Site icon Jamuna Television

নাফ নদীতে কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজারে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাদক কারবারিদের সাথে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার ইয়াবাসহ ১৬ জনকে আটক করা হয়।

নিহত ওই মাদক ব্যবসায়ীর নাম মোসলেহ উদ্দিন (৫০)। তিনি ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। তবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক ও ৫ জন রোহিঙ্গা রয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক।

সিয়াম উল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমারের মংডুর নাইক্ষ্যংদিয়া এলাকা হতে একটি বড় ইঞ্জিন চালিত ফিশিং ট্রলার বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। এ সময় সন্দেহজনক হওয়ায় তারা ট্রলারটি থামাতে সংকেত দিলেও সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তিনি আরও জানান, কোস্ট গার্ড সদস্যরা ফাঁকা গুলি করে ট্রলারটি থামার সংকেত দিলে ট্রলারটি কোস্ট গার্ডের ওপর অতর্কিত গুলি শুরু করা হয়। পরে কোস্ট গার্ডও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ১৬ জনকে আটক করা হয়। ট্রলারটিতে তল্লাশী চালিয়ে দেশীয় ৩টি বন্দুক, ৩টি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের মরদেহ টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, টেকনাফ হাসপাতাল থেকে মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এএস

Exit mobile version