Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণ গ্রেফতার 

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি তরুণকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সন্দেহভাজন যুবকের ঈর্ষাপ্রবণ মনোভাবকে দায়ী করা হয়েছে।  

সেরডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবলাগান জানান, মঙ্গলবার স্হানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে এমইআরএস ৯৯৯ জরুরি নম্বরে একটি ফোন কলের মাধ্যমে রক্তাক্ত অবস্থায় অচেতন এক নারীর লাশ উদ্ধারের তথ্য জানানো হয়।  

তিনি বলেন, ওই নারীকে পুচং এলাকার একটি হোটেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারী ইন্দোনেশিয়ার ৩৯ বছর বয়সী নাগরিক ছিলেন।  

আনবলাগান আরও জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সেরডাং জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং সেলাঙ্গর পুলিশ কন্টিনজেন্টের অপরাধ তদন্ত বিভাগের যৌথ অভিযানে মূল সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।  

গ্রেপ্তার ওই তরুণ বাংলাদেশি নাগরিক। তার বয়স ২৩ বছর। তিনি পুত্রজায়ার প্রেসিন্ট ২০ এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।  

প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত নারী ওই বাংলাদেশি যুবকের পরিচিত ছিলেন। অভিযুক্ত যুবক ঈর্ষার কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।  

/এনকে

Exit mobile version