Site icon Jamuna Television

ভাঙ্গায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৬

প্রতীকী ছবি।

ভাঙ্গা (ফরিদপুর) করেসপনডেন্ট:

ফরিদপুরের ভাঙ্গায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে ৬ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত উপজেলার চুমুরদী জেলে পাড়া এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।

এর আগে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে ২টি ধর্ষণ মামলা ও পর্ণগ্রাফী আইনে একটি মামলা দায়ের করেন। আগামীকাল রোববার দুপুরে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হবে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের আমজাদ খাঁনের ছেলে আকরাম খাঁন (২৫) ও মধুখালি উপজেলার কাঠালবাড়ি গ্রামের সাগর মোল্লার ছেলে জুয়েল মোল্লাকে (৩০) ধর্ষণ মামলার আসামি করা হয়েছে। সাইদুল মোল্লা (৩০) মামুন শরীফ (৩২), বাবু মোল্লা (৩০) ও মো. জুয়েল মোল্লাকে (২৪) পর্ণগ্রাফি আইনের আমলায় আসামি করা হয়েছে। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে টিকটকার আকরাম ও জুয়েল টিকটক করার কথা বলে ওই নারীকে ভাঙ্গার চুমুরদী এলাকায় নিয়ে আসে। পরে একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে অপর চারজন যুবক ওই নারীকে মারধর করে অশ্লীল ভিডিও ধারণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আকরাম ও জুয়েল ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।

মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান।

/আরএইচ

Exit mobile version