Site icon Jamuna Television

মুসলমান মানেই সন্ত্রাসী নয়, ইন্দিরা-মহাত্মা গান্ধীকে মুসলিমরা খুন করেনি: কলকাতার মেয়র

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

মুসলমান মানেই টেরোরিস্ট (সন্ত্রাস) নয়, ইন্দিরা গান্ধী-মহাত্মা গান্ধীকে মুসলিমরা খুন করেনি, এটা নিয়ে মিথ্যা প্রচার করে একটা জাতি ও ধর্মকে বদনাম করা হচ্ছে। এই অপপ্রচার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন কলকাতার মেয়র তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার (৪ জানুয়ারি) কলকাতা পার্ক সার্কাস ময়দানে মিলন উৎসব অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ফিরহাদ হাকিম বলেন, রাজ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে। মুসলিম মানেই উগ্রপন্থী। অতীতে ভারতবর্ষে যে কজন রাজনৈতিক নেতা খুন হয়েছে, ইন্দ্রিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী বা অন্যান্য নেতা, কাউকেই মুসলিমরা খুন করেনি। তাহলে কেন শুধু শুধু মুসলিমদের বিরুদ্ধে এভাবে বিদ্বেষ তৈরি করা হচ্ছে?

এরপরই ফিরহাদ হাকিম বলেন, আমি বলছি না, সবাই ভালো। যারা বাংলাদেশে খুন করছে বা যারা উগ্রপন্থী কার্যকলাপ করছে, তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু সব মুসলিম খারাপ নয়। এখানে সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে খারাপ দেখানোর চেষ্টা হচ্ছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করবই।

বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে এর আগেই মুসলিম প্রসঙ্গে মন্তব্য করেছিলেন ফিরহাদ, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। গত জুলাই মাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে ফিরহাদ বলেছিলেন, যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি, তারা ‘দুর্ভাগা’। আর সেই বক্তৃতার ভিডিও নিয়ে সরব হয়েছিল বিজেপি। এমনকি মুখ খুলেছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। তার বক্তব্যকে স্বাগত জানিয়েছিলেন বিরোধীরাও।

/এনকে

Exit mobile version