Site icon Jamuna Television

ছাত্রলীগ মিছিল করায় ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত শহরের কাউতলী এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অবরোধের সৃষ্টি করা হয়।

এ সময় দুই কিলোমিটার জুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়। পরে ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা।

জানা যায়, বেলা তিনটার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়। পরে তারা কাউতলী এলাকায় সড়কে গিয়ে অবরোধ করেন। এ সময় অভিযোগ করা হয়, ছাত্রলীগ মিছিল করা মানে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ। তাদেরকে গ্রেফতারে পুলিশের কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ছে না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাও দায়ের হয়েছে। কারা কারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/এনকে 

Exit mobile version