Site icon Jamuna Television

বিন সালমানের নির্দেশে খাশোগি হত্যা- নিশ্চিত হয়েছেন মার্কিন সিনেটররা

সৌদি সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডের সাথে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছেন মার্কিন সিনেটররা। সিআইএ প্রধান জিনা হ্যাসপেলের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের আইন প্রণেতারা।

টানা কয়েক ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সিনেটররা জানান, খাশোগি হত্যাকাণ্ডের সাথে সৌদি যুবরাজ অবশ্যই জড়িত। বৈঠকে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সিআইএ প্রধানের সাথে আলোচনা করেন সিনেট প্রতিনিধিরা।

সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, ঘটনার সাথে সৌদি যুবরাজের জড়িত থাকার বিষয়ে তিনি নিশ্চিত। অপর সিনেটর বব মেন্ডেজ মোহাম্মদ বিন সালমানকে বিকৃত মস্তিষ্কের বলেও উল্লেখ করেন।

খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় নভেম্বরে ১১ জনকে অভিযুক্ত করে সৌদি আরব। রিয়াদের দাবি, ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই যুবরাজের।

Exit mobile version