Site icon Jamuna Television

ঘন কুয়াশায় দুই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৩ ফেরি

মানিকগঞ্জ করেসপনডেন্ট:

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর এই দুই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ রোববার (৫ জানুয়ারি) ভোরে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হওয়ায় বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের দুইটি ফেরি মাঝ নদীতে নোঙর করা হয়েছে। পাশাপাশি আরিচা-কাজিরহাট রুটের খান জাহান আলী নামের একটি ফেরিও মাঝ নদীতে নোঙর করা হয়েছে।

নাসির হোসেন বলেন, গতকাল শনিবার সন্ধ্যা থেকেই পদ্মা নদীতে কুয়াশা বাড়তে থাকে। মাঝরাতের দিকে তা আরও বৃদ্ধি পায়। তাই দুর্ঘটনা এড়াতে এই দুই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার পরিমাণ কমলে আবারও ফেরি চলাচল শুরু করা হবে।

/আরএইচ

Exit mobile version