Site icon Jamuna Television

‘প্রেসিডেনশিয়াল মেডেল অফ ফ্রিডম’ পুরস্কার দিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের ‘প্রেসিডেন্সি ক্ষমতা’র আর মাত্র ১৫ দিন বাকি। ক্ষমতার শেষ দিকে এসে ‘প্রেসিডেনশিয়াল মেডেল অফ ফ্রিডম’ পুরস্কার প্রদান করেন বাইডেন। রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করেন তিনি। পুরস্কার পেয়েছেন প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন, শেফ জোসে আন্দ্রেস, অভিনেতা মাইকেল জে. ফক্স এবং জেন গুডাল।

বাইডেন আরও যাদের এই সর্বোচ্চ মার্কিন বেসামরিক সম্মাননা প্রদান করেছেন, তাদের মধ্যে রয়েছেন মানবতাবাদী ও ইউ২ গায়ক বোনো, ফ্যাশন ডিজাইনার রালফ লরেন, ‘সায়েন্স গাই’ বিল নাই, অভিনেতা ডেনজিল ওয়াশিংটন, বাস্কেটবল তারকা আর্ভিন ‘ম্যাজিক’ জনসন এবং ভোগ ম্যাগাজিনের সম্পাদক আনা উইনটুর।

/এআই

Exit mobile version