Site icon Jamuna Television

পাকিস্তান শিবিরে দুঃসংবাদ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত সাইম আইয়ুব

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় এক দুঃসংবাদই এলো পাকিস্তান শিবিরে। গোড়ালির চোটে দেড়মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তারকা ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব।

কেপটাউনে চলমান পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথমদিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন সাইম। একপর্যায়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর চোটে পড়েন তিনি। এতে তার ডান পায়ের গোড়ালিতে চিড় ধরা পড়ে।

চলমান সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলছে পাকিস্তান। এরপর তারা চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট এবং ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে। আসন্ন দুটি সিরিজেই সাইম আইয়ুবকে পাবে না পাকিস্তান।

কেপটাউন টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়ছেন সাইম আইয়ুব।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। ওই সময়ের মধ্যে সাইমের চোট সেরে উঠবে বলে ধারণা করা হলেও তার মাঠে ফেরার সুনির্দিষ্ট সময় বলা সম্ভব নয় বলে জানিয়েছে পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা টুর্নামেন্টে তাকে না পাওয়া বড় ধাক্কা পাকিস্তানের জন্য।

/এমএইচআর

Exit mobile version