Site icon Jamuna Television

উত্তরপ্রদেশে অনুদানের অর্থ নিয়ে পালালো ইসকন কর্মী

ভারতের উত্তরপ্রদেশের মথুরায় মন্দিরের বিপুল পরিমাণ অর্থ ও রসিদ বই নিয়ে পালিয়ে গেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা ইসকন কর্মচারী মুরলিধর দাস। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরের পিআরও রবি লোচন দাস জানান, অভিযুক্ত মুরলিধর দাসের কাজ ছিল দান করা টাকা সংগ্রহ করা এবং সময়ে সময়ে মন্দির কর্তৃপক্ষের কাছে সেসব টাকা জমা করা। যাচাই-বাছাইয়ের পর জানা যাবে ঠিক কত টাকা তিনি মন্দিরে জমা রেখেছেন।

তিনি জানান, এর আগেও সৌরভ নামে এক ব্যক্তি অনুদানের টাকা ও রসিদ বই নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে সেসব উদ্ধার করার আগেই তিনি মারা যান।

পুলিশ সুপার (শহর) অরবিন্দ কুমার জানান, শুক্রবার গভীর রাতে মন্দিরের প্রধান অর্থ কর্মকর্তা বিশ্ব নাম দাস একটি এফআইআর দায়ের করেন।

/এটিএম

Exit mobile version