Site icon Jamuna Television

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু

সপ্তাহের প্রথম কার্যদিবসে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে দিনের শুরুতে (সকাল ১০টা) লেনদেন শুরু করা সম্ভব হয়নি।

রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় ডিএসইতে লেনদেন শুরু হয়।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আমরা সকাল ১০টা থেকে কাজ শুরু করতে পারছি না। লেনদেন শুরুর সময় পরে জানানো হবে।

এর আগে, ২০২৪ সালের ১০ মার্চ লেনদেনের শুরুতে ডিএসইর ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।

/এমএইচআর

Exit mobile version