Site icon Jamuna Television

সমুদ্রপথে মালয়েশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৩০০ রোহিঙ্গা আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:

সমুদ্রপথে মালয়েশিয়ায় অনুপ্রবেশের সময় দুটি নৌকাসহ অন্তত ৩০০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) লাংকাউইয়ের পুলাউ রেবাকের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে তাদের আটক করে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)। তবে আটককৃতদের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বাহিনীটির মহাপরিচালক অ্যাডমিরাল দাতুক মোহম্মদ রোসলি আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, নৌকা দুটি শুক্রবার বিকেল ৪টা ১৬ মিনিটে উপকূলে অবস্থান করছিল। নৌকায় পর্যাপ্ত খাবার ও পানি ছিল না। ফলে যাত্রীরা ক্লান্ত হয়ে পড়েছিলেন। এ সময় তাত্ক্ষণিকভাবে তাদের খাদ্য ও পানি দেয়া হয়।

তিনি আরও বলেন, নৌকাগুলোর গতিবিধি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য থাই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি এমএমইএ’র সদস্যরাও সক্রিয় করেছে।

এর আগে, গত ২ জানুয়ারি ল্যাংকাউইয়ের পান্তাই তেলুক ইউ বিচ এলাকা থেকে ১৯৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

/আরএইচ

Exit mobile version