Site icon Jamuna Television

১১ দিন পর খুললো আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন

সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেয়া হয়েছে। রোববার (৫ জানুয়ারি) থেকে সব কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও প্রবেশ করতে দেয়া হচ্ছে। এতে করে আগুন লাগার ১১ দিন পর এখন অনেকটাই স্বাভাবিক সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ষষ্ঠ থেকে নবম তলা বন্ধ আছে।

এ দিন ৭ নম্বর ভবনের পোড়া ফ্লোর পরিদর্শনে যান গণপূর্ত সচিব আবদুল হামিদ খান। তিনি বলেন, আজ থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। এখন ধোঁয়া মোছার কাজ চলছে। ঠিক করা হচ্ছে পানির লাইন, কম্পিউটার কানেকশন। আগুন লাগা চারটি তলার মেরামতের কাজ চলছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে আগুন লাগা চারটি তলায় কাজ শুরু করা যাবে।

এর আগে, ৭ নম্বর ভবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু রোববার গিয়ে দেখা গেছে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন।

উল্লেখ্য, গত বুধবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট সেখানে যায়। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

আগুনে সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে যায়।

/এটিএম

Exit mobile version