Site icon Jamuna Television

বিপিএলের সিলেট পর্ব শুরু কাল, খেলা দেখা যাবে দেড়শ টাকায়

সিলেট স্টেডিয়াম। ফাইল ছবি

ঢাকা পর্বের পর আগামীকাল সোমবার থেকে বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে। দ্বিতীয় পর্বের টিকিটের মূল্য ও প্রাপ্তির স্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এছাড়া সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় পাওয়া যাবে অফলাইন টিকিট। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট।

সাতটি ক্যাটগরিতে সিলেট পর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য দর্শকদের গুনতে হবে ২০০০ টাকা। জিরো ওয়েস্ট জোনের জন্য গুনতে হবে ৬০০ টাকা। পূর্ব গ্যালারি ও ক্লাব হাউজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ ও ২৫০ টাকা।

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল অ্যারিয়ায় বসে খেলা দেখা যাবে মাত্র ১৫০ টাকায়। ৬–১৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের সিলেট পর্ব।

/এনকে

Exit mobile version