Site icon Jamuna Television

জাপানে ২৭৬ কেজির টুনা মাছ বিক্রি হলো ১৬ কোটি টাকায়

জাপানে ২৭৬ কেজি ওজনের ব্লুফিন প্রজাতির সুবিশাল টুনা মাছ ১৩ লাখ ১৬ হাজার ৮৩৫ ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকার সমান।

শনিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে রাজধানী টোকিও’র জনপ্রিয় তোয়োসো মাছ বাজারে অনুষ্ঠিত হয় এই নিলাম। খবর জার্মান সংবাদমাধ্যম ‘ডয়চে ভেলে’।

নিলামের শুরু থেকেই ক্রেতাদের নজর ছিল ওমা শহরের ব্লুফিন টুনা মাছটির উপর। সঠিক পরিমাণে চর্বি থাকায় সুউচ্চ গুণসম্পন্ন এই শহরের টুনা মাছগুলো পরিচিত ব্ল্যাক ডায়মন্ড হিসেবে। নিলামে মাছটি যৌথভাবে কিনে নেয় পাইকারি প্রতিষ্ঠান ইয়ামাইয়ুকি এবং বিখ্যাত ‘সুশি জিনজা উনোদেরা’ রেস্টুরেন্ট।

আয়োজকরা বলেন, তোয়োসো মাছ বাজারের যাত্রা শুরুর পর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া মাছ এবারের টুনা মাছটি।

/এসআইএন

Exit mobile version