Site icon Jamuna Television

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ মাওবাদীসহ নিহত ৫

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল গোলাগুলি হয়েছে। রাতভর দু’পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে ৪ মাওবাদী। এছাড়াও এক পুলিশও নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে ছত্তিশগড়ের দন্তেওয়াড়া এবং নায়ারণপুর জেলার সীমানায় অবুঝমাড়ের জঙ্গলে এই লড়াই চলে। খবর হিন্দুস্থান টাইমস।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অবুঝমাড় ছত্তিশগড়ের মাওবাদীদের দীর্ঘকাল ধরে শক্ত ঘাঁটি হিসেবে রয়েছে। অবুঝমাড়ে মাওবাদীদের নিধন করতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, জগদলপুর, কোন্ডাগাঁও এবং বিশেষ টাস্ক ফোর্সের ডিআরজির একটি যৌথ দল অভিযান চালায়। এর জেরে শনিবার সন্ধ্যা থেকে দুইপক্ষের মধ্যে লড়াই শুরু হয়।

কয়েকঘণ্টা ধরে দুপক্ষের গুলির লড়াই চলে। লড়াই থেমে যাওয়ার পর অনুসন্ধান অভিযান চালানো হয়। তাতে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মাওবাদী) সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-এর পোশাক পরে থাকা ৪ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়।

/এনকে

Exit mobile version