Site icon Jamuna Television

লন্ডনে ফ্ল্যাট ইস্যুতে কি মন্ত্রিত্বই খোয়াবেন টিউলিপ?

লন্ডনের একটি ফ্ল্যাট উপহার নিয়ে মিথ্যা বলার অভিযোগে বিপাকে রয়েছেন যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। সম্প্রতি জানা গেছে, কিংস ক্রস এলাকায় অবস্থিত প্রায় ৭ লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটটি তিনি উপহার পেয়েছিলেন। বিষয়টি নিয়ে বেশ চাপে রয়েছেন তিনি। তাকে পদত্যাগের আহ্বানও জানানো হচ্ছে। খবর ডেইলি মেইল‘র।

এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে টিউলিপ সিদ্দিক দাবি করেছিলেন, তার বাবা-মা একটি বাড়ি বিক্রির টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন। তবে সম্প্রতি লেবার পার্টির এক সূত্র নিশ্চিত করেছে যে, ফ্ল্যাটটি একটি ‘কৃতজ্ঞতার নিদর্শন’ হিসেবে একজন ডেভেলপার তাকে উপহার দেন।

ল্যান্ড রেজিস্ট্রির তথ্যে দেখা যায়, ২০০৪ সালে ফ্ল্যাটটির মালিক হন টিউলিপ। সে সময় তিনি লন্ডনের কিংস কলেজে পড়াশোনা করছিলেন। সে সময় তার কোনো উল্লেখযোগ্য আয়ের উৎস ছিল না।

এদিকে, কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে টিউলিপের পদত্যাগ দাবি করা হয়েছে। এমপি বব ব্ল্যাকম্যান বলেন, টিউলিপের ফ্ল্যাট সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে এবং কেন তিনি আগে ভুল তথ্য দিয়েছিলেন তা ব্যাখ্যা করতে হবে। না হলে তার মন্ত্রিত্বের পদে থাকা অনুচিত।

আরেক এমপি ম্যাট ভিকার্স বলেন, যে মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কাজ করেন তার বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত প্রশ্নবিদ্ধ।

টিউলিপ এখন পর্যন্ত এই প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে, এ ঘটনা তাকে রাজনৈতিক ও নৈতিক প্রশ্নের মুখে ফেলেছে।

/এমএমএইচ

Exit mobile version