Site icon Jamuna Television

‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরি করা হবে’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে ঠিক কবে নাগাদ তা ঘোষণা করা হবে, তা বলতে পারেননি তিনি।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ছাত্র-জনতার দাবি অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুতে কাজ করছে সরকার। এটা নিয়ে সামনে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথাবার্তা হবে। সে আলোকেই খসড়া হবে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি সরকারের চাপ অব্যাহত থাকবে। গুমতন্ত্র, চোরতন্ত্র, খুনতন্ত্রের মূল হোতা হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও জানান প্রেস সচিব।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ৩১ ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কর্মসূচি দিয়েছিল। তখন রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। ওই কর্মসূচির আগের দিন গত ৩০ ডিসেম্বর রাতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

/এএম

Exit mobile version