অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলের পক্ষে-বিপক্ষে বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া। রোববার (৫ ডিসেম্বর) তীব্র ঠান্ডা ও তুষারপাতের মধ্যেই রাস্তায় নামেন প্রতিবাদকারীরা। খবর বার্তা সংস্থা এপির।
রোববার রাজধানী সিউলে প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি এলাকায় জড়ো হয় সবাই। পাল্টাপাল্টি বিক্ষোভ-কর্মসূচিতে অংশ নেয় ইওলের সমর্থক ও প্রতিপক্ষরা। তাদের হাতে ছিলো প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার।
সম্প্রতি সামরিক আইন জারি করায় ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত শুক্রবার (৩ জানুয়ারি) তাকে আটক করতে যায় পুলিশ, তদন্ত কর্মকর্তা ও কৌঁসুলিদের দেড়শ’ জনের বিশেষ টিম। তবে সমর্থকদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ইউন সুক ইওল সামরিক আইন জারির ঘোষণা দেন, যার ফলে তার অভিশংসন হয়। গত ৩১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করে দেশটির একটি আদালত।
/এএম
Leave a reply