Site icon Jamuna Television

অ্যানফিল্ডের রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ম্যানইউ-লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ লিভারপুল। রোববার (৫ জানুয়ারি) ঘরের মাঠ অ্যানফিল্ডে ২-২ গোল সমতায় ম্যাচের সমাপ্তি টানে সালাহরা। তিন ম্যাচ পর গোলের দেখা পেয়েছে রেড ডেভিলরা।

ভারি তুষারপাতে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে জেগেছিল শঙ্কা। অনিশ্চয়তা মুছে শেষ পর্যন্ত দারুণ এক লড়াইয়ের দেখা মিলল, যদিও সমতায় শেষ হওয়া ম্যাচটি দুই দলের জন্য হয়ে রইল ভিন্ন স্বাদের। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই।

দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে লিড পায় ইউনাইটেড। তবে ঠিক ৭ মিনিটের মাথায় কোডি গাকপোর পায়ে সমতায় ফেরে স্বাগতিকরা।

৭০ তম মিনিটে আদায় করা পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। এবারের লিগে মিশরের এই স্ট্রাকারের গোল হলো ১৮টি। আর্লিং হলান্ডের চেয়ে দুটি গোল বেশি নিয়ে তালিকার শীর্ষে আছেন তিনি।

আরও একবার যখন ইউনাইটেডের সামনে চোখ রাঙাচ্ছিলো হার, তখন ম্যাচের ৮০ মিনিটে আমাদ দিয়ালোর গোলে ড্র নিয়ে মাঠে ছাড়ে সফরকারীরা। তাতেই টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল। অপরদিকে, টানা চার হারের পর পয়েন্ট পেল ম্যানচেস্টার ইউনাইটেড।

উল্লেখ্য, ১৯ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। অপরদিকে, লিগে এক ম্যাচ বেশি খেলা ম্যান ইউয়ের অবস্থান তালিকার ১৩ নম্বরে, তাদের পয়েন্ট ২৩।

/এমএইচআর

Exit mobile version