Site icon Jamuna Television

১২৩ শহরের মধ্যে বায়ু দূষণে শীর্ষে ঢাকা

বায়ু দূষণে বিশ্বের ১২৩টি শহরের মধ্যে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। আইকিউএয়ারের সূচকে বাতাসের মান আজ ২৫২। যেটিকে বলা হয় ‘খুব অস্বাস্থ্যকর’।

রোববার (৫ জানুয়ারি) সকালে ঢাকার বায়ুর মান ছিল ৪৫২। পরে তা আরও বাড়ে। গেলোদিন ঢাকার সবচেয়ে দূষিত ১০টি স্থানের প্রতিটির মানই ছিল দুর্যোগপূর্ণ।

বায়ুমানের সূচকে দেখা যায়, গেলো ডিসেম্বর মাসের এক দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, গত ডিসেম্বরে বায়ুদূষণের মাত্রা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।

/এএস

Exit mobile version