Site icon Jamuna Television

পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রার পারদ

পঞ্চগড় করেসপনডেন্ট:

গত কয়েকদিন মৃদু শৈত্য প্রবাহের পর উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা। তাপমাত্রার পারদ ৯ ডিগ্রি থেকে ১২ ডিগ্রির ঘরে উঠেছে। হিমেল হাওয়ার সাথে কমেছে কুয়াশাও। তবে শীতের দাপট তেমন হ্রাস পায়নি৷ 

সোমবার (৬ জানুয়ারি ) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। বাতাসের গতি ঘণ্টায় ৫-৬ কিলোমিটার। 

এদিকে, পঞ্চগড় সদরসহ আশপাশের উপজেলাগুলোতে গত কয়েক দিনের তুলনায় আজকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। রাতে ও সকালে হিমালয় দিয়ে বয়ে আসা হিমেল বাতাসের কারণে শীত অব্যাহত রয়েছে। কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গ্রাম-গঞ্জের সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষ। তবে এলাকায় শীতের তীব্রতা বাড়লেও এখন পর্যন্ত সরকারিভাবে শীতার্তদের মাঝে প্রয়োজনের তুলনায় অনেক কম শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। 

অপরদিকে, শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগী। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। 

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, গত কয়েক দিন থেকেই এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এই জেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে প্রচণ্ড শীত পড়ে। এই সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। সামনে তাপমাত্রা কমতে পারে।

/এএস

Exit mobile version