জাপানের নিপ্পন স্টিল কর্তৃক ১৪.৩ বিলিয়ন ডলারের ‘ইউএস স্টিল’ টেকওভারের সিদ্ধান্তকে আটকে দিচ্ছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বিদায়ী প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে আদালতের দ্বারস্থ হচ্ছে নিপ্পন স্টিল। সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ইউএস গণমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নিপ্পন স্টিলের প্রেসিডেন্ট তাদাশি ইমাই বলেছেন, ‘নিপ্পন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে। কারণ- আমাদের জন্য এই টেকওভার খুবই গুরুত্বপূর্ণ। আদালতে মামলা করার ব্যাপারে চিন্তা করছি।’
স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ‘ইউএস স্টিল’ টেকওভারের সিদ্ধান্তকে আটকে দেয়ার কথা জানান বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন।
তিনি বলেন, “আমি অনেকবার বলেছি, স্টিল উৎপাদন এবং এটি উৎপাদনকারী স্টিল শ্রমিকরা আমাদের জাতির মেরুদণ্ড। একটি শক্তিশালী দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে স্টিল শিল্প পরিচালিত হওয়া অপরিহার্য। কারণে- জাতীয় পরিসরে আমাদের দেশের জনগণের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, বিদেশী বিনিয়োগের কারণে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সবার ওপর প্রভাব পড়বে। মূলত, বাইডেন দীর্ঘদিন ধরে এক বছর আগে ঘোষিত এই চুক্তির বিরোধিতা করেছেন। নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই চুক্তির বিরোধিতা করেন। সেই সাথে আশ্বস্ত করেন যে তিনি দায়িত্ব গ্রহণের পরে এই চুক্তি বন্ধ করে দেবেন।
প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিনিয়োগ কমিটি (সিএফআইইউএস) বাইডেনকে অবহিত করে যে জাপানের কোম্পানি নিপ্পনের কাছে ইউএস স্টিলের বিক্রি জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে কিনা তা নিয়ে তারা এখনও কোন ঐক্যমতে পৌঁছায়নি এবং জাতীয় নিরাপত্তার কারণে চুক্তিটি আটকে দেয়া হবে কিনা তা নির্ধারণের দায়িত্ব প্রেসিডেন্টের ওপর ছেড়ে দেয়া হয়েছে।
/এআই
Leave a reply