Site icon Jamuna Television

অবৈধ দখল মুক্ত করতে গাজীপুর সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
বরাদ্ধকৃত জমি অবৈধ দখলমুক্ত করার দাবীতে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বিক্ষোভ করেছে গাজীপুর সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা। কলেজ শিক্ষার্থী-শিক্ষকরা সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, গাজীপুর সরকারী মহিলা কলেজের ছাত্রী নিবাস সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসন সম্প্রতি ঐ কলেজকে ১ একর ২১ শতাংশ জমি বরাদ্ধ দেয়। কিন্তু বরাদ্ধকৃত জমি বিভিন্ন ব্যক্তির দখলে থাকায় স্থানীয়দের সাথে প্রায়ই বিতন্ডার সৃষ্টি হয়। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ ঐ জমিতে নির্মাণ কাজ করতে গেলে দখলদাররা বাধা দেয়।
বরাদ্ধকৃত জমি দখলদারমুক্ত করার দাবি জানায় শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

Exit mobile version