Site icon Jamuna Television

দুদকের মামলায় গ্রেফতার পলক-জ্যোতি

দুদকের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন।

পলককে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল আমিন। আর জ্যোতিকে গ্রেফতার দেখাতে আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ।

আবেদনে বলা হয়, আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতি ও তার বাবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পারস্পরিক যোগসাজশে ১৯ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৫০২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে নিজের এবং ওই প্রতিষ্ঠানের ব্যাংকে মোট ৮৪ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৫৭২ টাকার সন্দেহজনক লেনদেন করেন বলেও উল্লেখ করা হয়েছে।

/এএস

Exit mobile version