Site icon Jamuna Television

বেলারুশের ব্যালেন্সিয়াগা’র বাবল র‍্যাপ ড্রেস দিয়ে ফ্যাশন জগতে তোলপাড়

ফ্যাশনের ক্ষেত্রে সৃজনশীলতার কোনও সীমা নেই। বলা যায়, নতুনত্ব নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবসময় চলে প্রতিযোগিতা। পর্দার কাপড় কিংবা সংবাদপত্রের কাগজ দিয়েও অনেক লাক্সারি ডিজাইনার হাউজ ড্রেস বানিয়েছে এবং সমালোচনার জন্ম দিয়েছে। তবে, সম্প্রতি ফ্যাশন হাউস ‘বেলারুশের ব্যালেন্সিয়াগা’-এর বানানো ড্রেস ফ্যাশন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যেই পোশাকগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, সেই পোশাকগুলো কোন কাপড় দিয়ে তৈরি করা হয়নি। বরং পোশাকগুলো তৈরি করা হয়েছে বাবল র‍্যাপ দিয়ে।

ইউরোপের দেশ বেলারুশে একজন খুচরা বিক্রেতা সম্পূর্ণরূপে বাবল র‍্যাপ দিয়ে তৈরি করেছেন পোশাক। বাজারে বিষয়টি ছড়িয়ে পড়লে বেশ হইচই পড়ে যায়। জেএনডাব্লিউআর ব্র্যান্ডের এই অনন্য সৃষ্টিকে প্রায়শই ‘বেলারুশের ব্যালেন্সিয়াগা’ বলা হয়।

নারী-পুরুষের জন্য বানানো ড্রেসগুলো সম্পূর্ণরূপে বৃহৎ বাবল র‍্যাপ দিয়ে তৈরি, যা এটিকে একটি পরিধেয় মাস্টারপিসে পরিণত করে। দেশটির রাজধানী মিনস্কের একটি মল থেকে একজন টিকটক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করার পর বাবল মোড়ানো পোশাকটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে বলা হয় যে পোশাকটি কেবল প্যাকিং উপাদান নয় বরং ফ্যাশনের একটি আসল অংশ। টিকটক ব্যবহারকারী ভিডিও ক্যাপশনে লিখেছেন, নারীরা! যদি তোমরা ভিন্নধর্মী পোশাক খুঁজো, তাহলে এই দ্রুত কিনে নাও।’

পোস্টটি দ্রুত হাজার হাজার লাইক এবং শেয়ার পেয়েছে। ভিডিওটিতে পোশাকটির কার্যকরী দিকগুলোও দেখানো হয়েছে, যেমন একটি জিপার এবং একটি মূল্য ট্যাগ যার মূল্য ২৮০ বেলারুশিয়ান রুবেল; বাংলাদেশি টাকায় ১০ হাজার ৩শ’।

/এআই

Exit mobile version