Site icon Jamuna Television

সাবেক এমপি শিমুল, মোস্তাফিজুর ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর নামে প্রায় ২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।

আজ সোমবার (৬ জানুয়ারি) তাদের নামে দুর্নীতি প্রতিরোধ আইন ও অর্থ পাচার প্রতিরোধ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান চৌধুরী কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্জিত ১৮ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৫৮১ টাকা ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে উৎস গোপন করার চেষ্টা করে সন্দেহজনক লেনদেন করা হয়েছে। এছাড়া, নিজ নামে ৯৮ লাখ ৬৭ হাজার ৯৯২ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, মোস্তাফিজুর রহমান চৌধুরীর স্ত্রী শাহীন আক্তার চৌধুরী গৃহিণী হওয়া সত্ত্বেও তার স্বামীর অবৈধ সম্পদকে বৈধ করার অপপ্রয়াসে নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। যার অংশ হিসেবে আয়কর নথিতে প্রদর্শিত তার স্বামীর অবৈধ উপায়ে অর্জিত ৩ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৮৯ টাকা ৬টি ব্যাংক হিসাবে লেনদেন করে অর্থের উৎস গোপন করার চেষ্টায় অর্থ স্থানান্তর, হস্তান্তর বা রূপান্তর করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছেন।

এছাড়া, শফিকুল ইসলাম শিমুল জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫.১৪ কোটি টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ১১টি অ্যাকাউন্টের মাধ্যমে ৮.১১ কোটি টাকা জমা ও সাড়ে ৭ কোটি টাকা উত্তোলন করেছেন।

অন্যদিকে, শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১.২২ কোটি টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ৪টি অ্যাকাউন্টের মাধ্যমে ৫.২৯ কোটি টাকা জমা ও ৫.১৪ কোটি টাকা উত্তোলন করেছেন।

/এএম

Exit mobile version