Site icon Jamuna Television

সাংবাদিক শাকিল হাসানকে হত্যাচেষ্টা মামলায় ৩ আসামির সাজা বহাল, আত্মসমর্পণের নির্দেশ

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান।

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট শাহীন আলমকে হত্যাচেষ্টা মামলায় রহিম, জব্বার, জাকিরের চার মাসের সাজা বহাল রেখেছেন ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা আদালত।

আজ সোমবার (৬ জানুয়ারি) আদালত সাজাপ্রাপ্তদের এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

২০১৬ সালের ৬ নভেম্বর অবৈধ পলিথিন উৎপাদন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে গিয়েছিলেন শাকিল হাসান ও শাহিন আলম। ফুটেজ নেয়ার সময় কারখানার মালিকরা টের পেয়ে তাদের ওপর হামলা করে। হামলা থেকে বাঁচতে পাশের মুদি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়েও আসামি রহিম গায়ে কেরাসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে শাকিল হাসানকে।

এ ঘটনায় করা মামলায় ২০২৩ সালের ৩০ মে তিন আসামিকে চার মাসের কারাদণ্ড দেন সিএমএম আদালত। এ রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন শাকিল হাসানের আইনজীবী এখলাছ উদ্দিন ভুইয়া।

তিনি জানান, আদালতে তারা সাজা বাড়ানোর আবেদন করেছিলেন। এর স্বপক্ষে নথি, প্রমাণও দাখিল করা হয়েছিল। অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন বিধায় আসামিদের দৃষ্টান্তমূলক সাজা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আদালত সিএমএম কোর্টের সাজাই বহাল রেখেছেন।

এই রায়ে ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন বলে মনে করেন বাদির আইনজীবী এখলাছ উদ্দিন ভুইয়া। তাই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার কথা জানান তিনি।

উল্লেখ্য, শাকিল হাসান হত্যাচেষ্টা মামলাটি আট বছর ধরে চলছে। এর আগে সিএমএম কোর্টে মামলাটি চলে প্রায় সাড়ে ছয় বছর। সাতবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমান ছিল। তখন ন্যায়বিচার প্রাপ্তিতে উদ্বেগ জানিয়েছিল ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারসহ (বিজেসি) গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সংগঠন।

/এমএন

Exit mobile version