Site icon Jamuna Television

রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল

বিপিএলের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। ৪৮ বলে ৮৬ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে ৩০ রানের ওপেনিং জুটি গড়ে ব্যক্তিগত ২২ রান করে প্যাভিলেনে ফেরেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস। ব্যর্থতার বৃত্ত ভাঙেন আরেক ওপেনার জিশান আলম। সমান ৩টি করে চার ও ছক্কায় ২৭ বলে ৩৮ রান করে ফাহিম আশরাফের শিকার হন তিনি। ২৩ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন রাব্বি।

কিছুটা মন্থর গতির ব্যাটিংয়ে ৩৫ বলে ৩৯ রান করে ফেরেন বিজয়। শেষ দিকে আকবর আলীর ৯ বলে ১৫ রানের ক্যামিওতে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রানে থামে রাজশাহীর ইনিংস। ২ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। জবাবে চতুর্থ ওভারে প্রীতম কুমার আউট হন। পাওয়ারপ্লেতে বরিশাল হারায় কাইল মায়ার্সকেও। দলীয় ৯৩ রানে আউট হন তাওহীদ হৃদয়ও। তবে অন্যপ্রান্ত আগলে থাকেন তামিম ইকবাল, ১১ চার ও ৩ ছক্কায় ৪৮ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন বরিশাল অধিনায়ক। ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।

/এসআইএন

Exit mobile version