Site icon Jamuna Television

পাবনায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী বাবু গ্রেফতার

পাবনা করেসপনডেন্ট:

পাবনায় সেনাবাহিনীর অভিযানে ১৭ মামলার আসামি সন্ত্রাসী বাবু ওরফে কাঙ্গাল বাবু (৪৩) কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সেনাবাহিনীর মেজর শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত বাবু সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর গ্রামের আইজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি আওয়ামী লীগের সময় আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খানের সঙ্গে চলাফেরা করতেন।

অভিযানে নেতৃত্ব দেয়া মেজর শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী বিভিন্ন মামলার আসামি বাবুকে গ্রেফতার করা হয়। তাকে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন জানান, সেনাবাহিনী তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করার পর। সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে আদালত তাকে কারাগারে পাঠায়।

উল্লেখ্য, খুন, ডাকাতি, অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন, অপহরণ ও হাটবাজারে চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে বাবুর বিরুদ্ধে।

/এসআইএন

Exit mobile version