Site icon Jamuna Television

নির্বাচনে গাদ্দাফির থেকে অর্থ নেয়ার অভিযোগে বিচারের মুখোমুখি সারকোজি

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি’র বিরুদ্ধে অবৈধ অর্থ নেয়ার অভিযোগে শুরু হয়েছে বিচারকাজ। সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার জন্য লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছিলেন তিনি। তবে সারকোজি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

রক্ষণশীল সাবেক এই নেতার বিরুদ্ধে সরকারি তহবিল আত্মসাৎ, দুর্নীতি, প্রচারণায় অবৈধ অর্থায়ন এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, লিবিয়া সরকারের সঙ্গে দুর্নীতির চুক্তি করেছিলেন তিনি। লিবিয়ার গুপ্তচর, একজন সাজাপ্রাপ্ত সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী এবং গাদ্দাফি সারকোজির নির্বাচনী প্রচারণায় স্যুটকেসে করে প্যারিসে লাখ লাখ ইউরো পাঠিয়েছিলেন।

/এআই

Exit mobile version