Site icon Jamuna Television

একদিনে ব্যবধানে আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

পঞ্চগড় করেসপনডেন্ট:

আবারও একদিনের ব্যবধানে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। বিশেষ করে এ জেলাটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা কনকনে বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-৯ কিলোমিটার ছিল।

এদিকে, উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। বিশেষ করে সকাল ও রাতভর তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। 

অন্যদিকে, শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র শীত অনুভুত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সর্বনিম্ন  তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি। সোমবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। সামনে তাপমাত্রা আরও কমবে বলে জানান তিনি।

/এনকে

Exit mobile version