Site icon Jamuna Television

ড্রিমলাইনার ‘হংসবলাকা’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশে নতুন সংযুক্ত দ্বিতীয় ড্রিমলাইনার হংসবলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে শাহলাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি পরিদর্শন করেন তিনি।

এটি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা হচ্ছে ১৫টি। এর আগে গত ১৯ আগস্ট প্রথম ড্রিমলাইনার ‘আকাশবীণা’ ঢাকায় আসে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে ‘গাঙচিল’ ও ‘রাজহংস’ নামের আরও দুটি বিমান ড্রিমলাইন বহরে যুক্ত হবে। আগামী ১০ ডিসেম্বর থেকে ড্রিমলাইনার আকাশে উড়বে। ওই দিন থেকে ২৭১ আসনের ড্রিমলাইনারে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে ৬টি, ঢাকা-দাম্মাম রুটে সপ্তাহে ৪টি এবং ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে।

Exit mobile version