Site icon Jamuna Television

৮৫ কোটি টাকায় বাড়ি কিনলেন আর্লিং হাল্যান্ড

ম্যানচেস্টার সিটির তারকা খেলোড়ায় আর্লিং হাল্যান্ড ৮৫ কোটি টাকায় বাড়ি কিনেছেন। ম্যানসিটির সতীর্থ জ্যাক গ্রিলিশের বাড়ির কাছেই ৬ বেডের ম্যানশন কিনেছেন এই তারকা।

ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর দীর্ঘদিন ম্যানচেস্টার সিটি সেন্টারের একটি ফ্ল্যাট ভাড়ায় থাকতেন হাল্যান্ড। তবে মাসে মাসে ভাড়ার ঝামেলা এড়াতে এবার ইংল্যান্ডে বাড়ি কিনে ফেলেছেন তিনি। কিনেছেন বিলাসবহুল এক ম্যানশন। যার মূল্য ৫৬ লাখ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ কোটি ৪১ লাখ টাকা।

বর্তমান চুক্তির অধীনে হালান্ড ইতিহাদে আছেন ২০২৭ সাল পর্যন্ত। গুঞ্জন আছে, বছরে ২ কোটি ৫৩ লাখ ডলারে আরও দীর্ঘ মেয়াদে হালান্ডের সাথে চুক্তি করতে চায় সিটি।

/এসআইএন

Exit mobile version