Site icon Jamuna Television

চৌধুরী নাফিজ সরাফাত, তার স্ত্রী ও ছেলের ২২ ফ্ল্যাট, জমি, প্লট জব্দের আদেশ

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফতের নামে থাকা ২২টি ফ্ল্যাট, ২টি বাড়িসহ সব প্লট ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন মঙ্গলবার (৭ জানুয়ারি) এ আদেশ দেন।

আদালতে জমা দেয়া দুদকের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় চৌধুরী নাফিজ সরাফাতের নামে ১০টি ফ্ল্যাট রয়েছে। গুলশান-২ এ ২০ তলাবিশিষ্ট একটি বাড়ি রয়েছে। এর বাইরে পূর্বাচলে সাড়ে সাত কাঠার একটি প্লট রয়েছে। গাজীপুর ও বাড্ডায় তার ২৫ কাঠা জমি রয়েছে।

এছাড়া, আঞ্জুমান আরা শহীদের নামে রাজধানীতে পাঁচটি ফ্ল্যাট রয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় সাড়ে সাত কাঠা জমির ওপর চারতলা একটি বাড়িও রয়েছে তার। এর বাইরে তার নামে আরও ১৩ কাঠা জমির সন্ধান পেয়েছে দুদক।

এই দম্পতির ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফতের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা সাতটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।

আদালতকে লিখিতভাবে দুদক জানিয়েছে, গ্রাহকের সঙ্গে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে চৌধুরী নাফিজ সরাফাত ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

/এমএন

Exit mobile version