Site icon Jamuna Television

‘মানসিক অবসাদে’ ক্রিকেট থেকে দুই মাসের ছুটিতে জাহানারা

ক্রিকেট থেকে দুই মাসের ছুটি নিয়েছেন জাতীয় মহিলা দলের পেসার জাহানার আলম। ‘মানসিক অবসাদের কারণ দেখিয়ে তিনি ছুটি চেয়েছেন বলে জানা গেছে। বর্তমানে এই ক্রিকেটার অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

বিসিবির সূত্র জানিয়েছে, আপাতত ২ মাস জাতীয় দলের হয়ে খেলবেন না জাহানারা। চাইলে তাকে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দিতে পারে বলে বিসিবিকে এমনটাও জানিয়েছেন এই ক্রিকেটার।

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা। আগামী ১৯ জানুয়ারি ১ম ম্যাচ মাঠে গড়াবে। এই সিরিজে দলে নেই জাহানার আলম। গত মাসে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন এই পেসার।

লাল-সবুজের জার্সিতে ৫২টি একদিনের ম্যাচ খেলেছেন জাহানার আলম। তার ঝুলিতে রয়েছে ৪৮টি উইকেট। ৮৩ টি-টোয়েন্টি খেলা জাহানারার এই ফরম্যাটে উইকেট সংখ্যা ৬০টি।

/এনকে

Exit mobile version