Site icon Jamuna Television

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা কুর্মিটোলা হাসপাতালের নবনির্মিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং ওয়ান স্টপ ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি সার্জারির কার্যক্রম উদ্বোধন করেন। এ ছাড়াও তিনি ডায়ালাইসিস সেন্টার, ল্যাবরেটরি ইনফরমেশন সেন্টার, সেন্ট্রাল প্যাথলজি কালেকশন পয়েন্ট এবং নির্মাণাধীন রেডিওথেরাপি ইউনিট, জেরিয়াট্রিক ওয়ার্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে ১০০০ শয্যায় রূপান্তরিত করার কার্যক্রম, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের জন্য নির্মাণাধীন কর্নার ও পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাইদুর রহমান এবং হাসপাতালের চিকিৎসকগণ এবং অন্যান্য কর্মকর্তা।

/এসআইএন

Exit mobile version