Site icon Jamuna Television

গাইবান্ধায় আগুনে পুড়লো ৩ দোকান, ক্ষতি ৬০ লাখ টাকা

গাইবান্ধা করেসপনডেন্ট: 

গাইবান্ধা সাঘাটার উপজেলার উল্লাবাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৩টি দোকান পুড়ে গেছে। আগুনে নগদ টাকা ও বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার ভরতখালি ইউনিয়নের উল্লাবাজারে এই আগুনের ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে উজ্জল সাহা নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বাজারের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে, টপটেন ফ্যাসান হাউজের দোকানের পিছনে আগুনের ধোঁয়া দেখা যায়। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের তিনটি দোকানে। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর জন্য ছোটাছুটি করতে থাকেন। হঠাৎ, আগুনের ঘটনায় পুরো বাজার এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পরে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে আসেন। এ সময় স্থানীয়দের সহায়তায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

এ বিষয়ে গাইবান্ধার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এসআইএন

Exit mobile version