Site icon Jamuna Television

খোঁজ মিলছে না অসুস্থ মনিরুজ্জামানের

ঢাকায় মো. মনিরুজ্জামান বুলবুল (৫৮) নামের এক ব্রেইন স্ট্রোকের রোগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। তার সন্ধান পেতে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নিখোঁজ মনিরুজ্জামান বুলবুলের মেয়ে সানজিদা জামান নাজিয়া ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ মনিরুজ্জামান বুলবুল ব্রেইন স্ট্রোকের রোগী। তিনি চিকিৎসার জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবারের কাছে এসেছিলেন।

সাধারণ ডায়েরিতে নাজিয়া জানান, আমার বাবা বসুন্ধরা এলাকা রাস্তার মোড় থেকে বসুন্ধরা মেইন গেইট রাস্তার মোড়ে অজ্ঞাত স্থানে চলে যায়। আর খুঁজে পাইনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি।

যদি তাকে কোথাও কেউ দেখতে পায় তাহলে পরিবারের দেয়া ০১৭৬৩০৮৪৮০৩ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

/এসআইএন/এমএইচ

Exit mobile version