Site icon Jamuna Television

চালের বাজার কেন অস্থির, জানালেন বাণিজ্য উপদেষ্টা; দাম নিয়ন্ত্রণের আশ্বাস

অবৈধ মজুদের জন্য চালের বাজার অস্থির। তদারকি করা হচ্ছে। শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে। প্রয়োজনে আগামীতে চালের যোগান দেবে সরকার।

চলতি মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্ধোধনী অনুষ্ঠানে আজ বুধবার (৮ জানুয়ারি) এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, চলতি মাসে টিসিবির পণ্যে ভোজ্যতেল ও ডালের সাথে চিনি দেয়া হচ্ছে। প্রতি কেজি তেল ১০০ টাকা, ডাল ৬০ টাকা এবং চিনি ৭০ টাকায় বিক্রি করছেন ডিলাররা।

শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা এই সেবা পাচ্ছেন। কার্ডধারীরা পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেছেন, চলতি বছর আলুর যাতে সঙ্কট না হয়, সেজন্যে আমদানি করে মজুদ করবে টিসিবি। ব্যাংকে ডলারের সংকট নেই। পর্যাপ্ত রেমিট্যান্স এসেছে। রফতানি আয়ও ভালো।

/এমএন

Exit mobile version