Site icon Jamuna Television

টটেনহ্যামে আরও এক বছর সন

দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিনকে ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে টটেনহ্যাম হটস্পার। সনের সঙ্গে এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি। ফলে ২০২৬ সালের জুন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবেই থাকছেন তিনি।

২০১৫ সালে টটেনহ‍্যামে যোগ দিয়েছিলেন সন। ৩২ বছর বয়সী তারকা এখন ক্লাবের অধিনায়ক। ৪৩১ ম‍্যাচে তিনি করেছেন ১৬৯ গোল। চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল তার চুক্তির মেয়াদ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) টটেনহ‍্যাম মেয়াদ বাড়ানোর ধারা কার্যকর করায় আগামী বছরের জুন পর্যন্ত উত্তর লন্ডনের ক্লাবটিতেই থাকছেন তিনি। তবে দক্ষিণ কোরিয়ান তারকা চেয়েছিলেন, স্পার্সে নতুন করে দীর্ঘমেয়াদে চুক্তি হবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে এশিয়ার খেলোয়াড়দের মধ‍্যে সর্বোচ্চ গোল সন হিউং-মিনের। সবসময়ের সেরা গোলদাতার তালিকায়ও তিনি আছেন শীর্ষ বিশে।

/এএম

Exit mobile version