Site icon Jamuna Television

বিফলে থিকসানার হ্যাটট্রিক, লঙ্কানদের হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

শ্রীলঙ্কাকে ১১৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছিলেন মাহিশ থিকসানা। তাতেও অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি লঙ্কানরা।

বুধবার (৮ জানুয়ারি) হ্যামিল্টনের স্যাডন পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় দু’দল। বৃষ্টি বাধায় ৩৭ ওভারে নেমে আসে ম্যাচ। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫৫ রান করে স্বাগতিকরা। জবাবে ১৪২ রানেই শেষ হয় লঙ্কানদের ইনিংস।

লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। দলীয় ২২ রানেই ৪ উইকেট হারায় তারা। সেই ধাক্কা আর সামাল দিতে পারেননি কেউই। আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম কামিন্দু মেন্ডিস। ৬৬ বলে ৬৪ রান করে অষ্টম উইকেট হিসেবে ফেরেন তিনি। ম্যাচ থেকে অবশ্য এর আগেই ছিটকে গেছে শ্রীলঙ্কা। ৩০.২ ওভারেই থামে তাদের ইনিংস। বল হাতে নিউজিল্যান্ডের উইলিয়াম ও’রর্কে ৩টি এবং জ্যাকব ডাফি ২টি উইকেট পান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। ২০ ওভারে ২ উইকেট হারিয়েই তারা তুলে ফেলে ১৪৩ রান। ওপেনার উইল ইয়াং ১৬ রান করফে বিদায় নিলেও রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান ফিফটির দেখা পান। দুজনেই রান তুলেছেন দ্রুতগতিতে। রবীন্দ্র ৬৩ বলে ৭৯ রান ও চ্যাপম্যান ৫২ বলে ৬২ রান করে বিদায় নেন।

তবে এই দুজনের বিদায়ের পর তাদের রানের গতি কমে যায়। দলীয় ২৪৭ রান স্পর্শ করতেই টানা উইকেট হারায় তারা। বল হাতে হ্যাটট্রিক করেন থিকসানা। শেষ পর্যন্ত তার ঝুলিতে পুরেন ৪ উইকেট। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২ উইকেট।

আগামী শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

/এমএইচআর

Exit mobile version