Site icon Jamuna Television

লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

ভয়াবহ দাবানল ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। জরুরি অবস্থা জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলসে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

কয়েক ঘণ্টার মধ্যে ১২শ’ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে গেছে বহু স্থাপনা। ঝুঁকিতে কমপক্ষে ১৩ হাজার ভবন। ৩০ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকালে আগুনের সূত্রপাত হয়। শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতায় দ্রুত ছড়িয়ে পড়ে। দাবানল আরও ভয়াবহ রূপ নিতে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের।

ক্যালিফোর্নিয়ার কয়েক লাখ মানুষকে ‘রেড ফ্ল্যাগ’ সতর্কতার আওতায় আনা হয়েছে। কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা।

/এএম

Exit mobile version