Site icon Jamuna Television

৭১ আমাদের শেকড় ২৪ অস্তিত্ব: সারজিস

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের শেকড় আর ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে অস্তিত্ব বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ২৪-এর অভ্যুত্থানের ঘোষণাপত্রকে ডকুমেন্টশন করার দাবি জানিয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) বুধবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলা ইটাখোলা মোড়ে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, আমরা সকল শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলেছি, তারা একাত্মতা প্রকাশ করে আমাদের ৭ দফা দাবিকে যৌক্তিক বলে জানিয়েছেন। নরসিংদীর জেলখানা গেইট ছিল ২০২৪-এর ছাত্র আন্দোলনের রণক্ষেত্র। এই রণক্ষেত্রে খুনি হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা ও পুলিশ নামক কিছু ক্যাডাররা আমাদের ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিল। এখানেই কেউ কেউ পোশাকে, কেউ পোশাক ছাড়া ও কেউ কেউ অস্ত্র নিয়ে ও অস্ত্র ছাড়া আমার নিরীহ ছাত্র-জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল।

সারজিস আরও বলেন, যে নতুন বাংলাদেশের প্রত্যাশায় এত প্রাণহানি ঘটল, সেগুলো একটি লিখিত ঘোষণাপত্রে অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে। আমাদের সংগ্রামের এই ইতিহাস, ইতিহাসের একটি অংশ হয়ে লিখিতভাবে সংবিধানে ডকুমেন্টেশন থাকা উচিত। আমরা সবাই মিলে ফ্যাসিস্টবিরোধী লড়াই করেছিলাম, এ লড়াই জারি রাখব এবং ঐক্যবদ্ধভাবে যে ঘোষণাপত্র সেটি যেন মানুষের সামনে আসে সে চেষ্টা অব্যাহত থাকবে।

এ দিন দুপুরে শিবপুরের ইটাখোলা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের সঙ্গে নিয়ে ৭ দিনব্যাপী ‘জুলাই ঘোষণাপত্র’ বিতরণ কর্মসূচি শুরু করেন সারজিস। এসময় তিনি জুলাই ঘোষণাপত্র পড়ে শোনান।

/এটিএম

Exit mobile version