Site icon Jamuna Television

লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজ, সম্পাদক শাফায়েত

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীকে সভাপতি ও যুগ্ম সচিব এস এম শাফায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের এ কমিটি গঠিত হয় বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। কমিটি আগামী দুই বছর (২০২৫-২৬) দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি রফিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, কোষাধ্যক্ষ রাজিব হাসান, দপ্তর সম্পাদক মৌসুমী দাস, প্রচার সম্পাদক সৌমেন পালিত বাবু।

নির্বাহী সদস্যরা হলেন জাকির হোসেন, মাহবুবুর রহমান, আবু রায়হান, জিহান বিনতে এনাম, আরিফ রাব্বানী খান, দেলোয়ার হোসেন ও মুহাম্মদ হারেস।

উল্লেখ্য, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইনের খসড়া, বিধিমালা, প্রবিধানমালা, উপ-আইন, প্রজ্ঞাপন, আইনগত বাধ্যবাধকতা রয়েছে এরূপ যে কোনো ডকুমেন্ট ভেটিং ও অনুবাদ, সকল মন্ত্রণালয় ও বিভাগকে আইনগত মতামত প্রদান, সব ধরনের চুক্তি, ট্রিটি, এগ্রিমেন্ট, সমঝোতা-স্মারক ও অন্যান্য আইনগত দলিল ভেটিং, আইন প্রকাশনার গ্রন্থস্বত্ব সংরক্ষণ, ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।

Exit mobile version