Site icon Jamuna Television

ভিকারুননিসার তিন শিক্ষক বরখাস্ত, শনিবার থেকে আগের রুটিনে পরীক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে গভর্নিং বডি। সেই সঙ্গে জানানো হয়েছে, আগামী শনিবার থেকে পূর্ব ঘোষিত রুটিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ না হওয়া পরীক্ষাটি শুক্রবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারের পরীক্ষাটির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। পাশাপাশি রোববার থেকে ক্লাস চালু থাকবে।

আজ বুধবার এসব তথ্য জানিয়েছেন গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার।

এসময় তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গভর্নিং বডির জরুরি সভায় বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়টি সবাইকে চিঠি দিয়ে জানানো হবে। আগামী দুই বা তিন দিনের মধ্যে নতুন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া হবে। যোগ্য শিক্ষকদের নামের তালিকা করে গভর্নিং বডির সভায় তোলা হবে। সবার সম্মতিতে নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়োগ দেয়া হবে।

Exit mobile version